Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্থ্যকেন্দ্র

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অফিসের কার্যক্রম যথাক্রমে:-

সরকারী ও বেসরকারী চিঠি পত্র বিধি মোতাবেক সম্পাদন

হাসপাতালের বহি বিভাগ, আন্ত:বিভাগ ও মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারী নির্দেশ মোতাবেক সম্পাদন।

  • কী সেবা কীভাবে পাবেন
  • প্রদেয় সেবাসমুহের তালিকা
  • সিটিজেন চার্টার
  • সাধারণ তথ্য
  • সাংগঠনিক কাঠামো
  • কর্মকর্তাবৃন্দ
  • তথ্য প্রদানকারী কর্মকর্তা
  • কর্মচারীবৃন্দ
  • বিজ্ঞপ্তি
  • ডাউনলোড
  • আইন ও সার্কুলার
  • ফটোগ্যালারি
  • প্রকল্পসমূহ
  • যোগাযোগ

কী সেবা কীভাবে পাবেন

সেবাসমূহ:

১। আউটডোরে প্রতিদিন (সপ্তাহে ৬দিন) বহি: বিভাগে মেডিকেল অফিসারগণ রোগী দেখেন।

২। Emergency সপ্তাহে ৭দিন দিনে ২৪ ঘন্টা খোলা কাকে। Emergency ভিত্তিতে যে কোন রোগীর চিকিৎসা করা হয়।

৩। ইনডোর সেবা চালু আছে সেখানে ১০ টি বেড আছে ও সেখানে ভর্ত্তিকৃত রোগীদের চিকিৎসা করা হয়।

৪। ORT Corner চালু আছে সেখানে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

৫। ল্যাব: সার্ভিস চালু আছে সেখানে বহি:বিভাগ ও আন্ত:বিভাগের রোগীদের রক্ত, কফ ও প্রস্রাব ইত্যাদি পরীক্ষা করানো হয়।

৬। ইপিআই বা সম্প্রসারিত টীকাদান কর্মসূচীর আওতায় শিশু ও মহিলা প্রতি কর্মদিবসে টীকাদান করা হয়।

৭। ফার্মাসি হতে প্রতি কর্মদিবসে বিনামূল্যে রোগীদেরকে সরকার কর্তৃক প্রদত্ত ঔষধ সরবরাহ করা হয়।

৮। Laber Room আছে সেখানে Normal delivery করানো হয়।

৯। কেংড়াছড়িতে একটি ইউনিয়ন সাব সেন্টার আছে সেখানে একজন SACMO নিয়মিত রোগী দেখেন এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

১০। বিলাইছড়ি, কেংড়াছড়ি, ফারুয়া ৩টি কমিউনিটি ক্লিনিক চালু আছে সেখানে প্রতিদিন HA, FWA, CHCP গণ নির্দিষ্ট কিছু রোগের প্রাখমিক চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেন এবং রোগীদেরকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভিন্ন  দিক সম্বন্ধে রোগীদের অবহিত ও জ্ঞানদান করেন।

১১। পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত স্পীড বোট এর মাধ্যমে জরুরী ও গরীব রোগীদেরকে দ্রুত উদ্ধর্তন রেফারেল পয়েন্টে স্থানান্তর করা হয়।

 

এছাড়াও :

হাসপাতালে বহি বিভাগে সাপ্তাহিক ও সরকারী ছুটি ছাড়া প্রতিদিন আগত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

হাসপাতালে আন্ত:বিভাগে ভর্তিকৃত রোগীদের নিয়মিত ভাবে প্রয়োজনীয়ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়।

হাসপাতালে স্থায়ী টিকাদান কেন্দ্রে প্রতি সোমবার ও মঙ্গলবার ০-১১ মাস বয়সী শিশু ও ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের টিকাদান করা হয়।

হাসপাতালে ও,আর,টি কর্ণার চালু আছে। সেখানে ডায়রিয়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

ল্যাবরেটরীর সেবা চালু আছে। সেখানে রক্ত, কফ, প্রস্রাব ইত্যাদি পরীক্ষা করা হয়।

 

ক্র: নং-

পদের নাম

মঞ্জুরীকৃত পদ

কর্মরত পদ

শূন্যপদ

০১

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা

-

০২

আবাসিক মেডিকেল অফিসার

-

০৩

মেডিকেল অফিসার

-

০৪

সহকারী সার্জন

-

০৫

জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস)

-

০৬

জুনিয়র কনসালটেন্ট (গাইনী)

-

০৭

জু:কন: সার্জারী

-

০৮

জু:ক: মেডিসিন

-

০৯

ডেন্টাল সার্জন -