রেজুলেশন নং- ১১
অদ্য ৩১/০৭/২০১৩ইং রোজ বুধবার সকাল ১০.০০(দশ) ঘটিকার সময় ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যারয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সুনীল কান্তি দেওয়ান, চেয়ারম্যান মহোদয়। সভায় নিম্ন বর্ণিত সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সদস্য/সদস্যাগনের নাম ও স্বাক্ষর।
ক্রমিক নং | নাম | পদবী | স্বাক্ষরিত |
০১. | জনাব- নেইলাই পাংখোয়া | ৮নং ওয়ার্ড সদস্য | ” |
০২. | জনাব- জ্যোতিময় চাকমা | ২নং ওয়ার্ড সদস্য | ” |
০৩. | জনাব- নন্দলাল চাকমা | ৪নং ওয়ার্ড সদস্য | ” |
০৪. | জনাব- প্রেম কুমার তঞ্চঙ্গ্যা | ৫নং ওয়ার্ড সদস্য | ” |
০৫. | জনাব- শুক্রসেন তঞ্চঙ্গ্যা | ৭নং ওয়ার্ড সদস্য | ” |
০৬. | জনাব- প্রিয়ানন্দ বড়ুয়া | ১নং ওয়ার্ড সদস্য | ” |
০৭. | জনাব- জয়ত্বন তঞ্চঙ্গ্যা | ৩নং ওয়ার্ড সদস্য | ” |
০৮. | জনাব- বিশ্ব সাগর তঞ্চঙ্গ্যা | ৬নং ওয়ার্ড সদস্য | ” |
০৯. | জনাব- সুজিত কুমার তঞ্চঙ্গ্যা | ৯নং ওয়ার্ড সদস্য | ” |
১০. | মিসেস্- মাধুরী চাকমা | ১,২ ও ৩নং ওয়ার্ড সদস্যা | ” |
১১. | মিসেস্- অনুভা তঞ্চঙ্গ্যা | ৭,৮ ও ৯নং ওয়ার্ড সদস্যা | ” |
১২. | মিসেস্- বলাকা রাণী চাকমা | ৪,৫ ও ৬নং ওয়ার্ড সদস্যা | ” |
সভায় আলোচ্য বিষয়:-
০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা।
০২। স্বাস্থ্য, জনস্বাস্থ্য পরিবার পরিকল্পনা, সমাজ সেবা, কৃষি, বিআরডিবি, প্রাণী সম্পদ, আনসার বিডিপি সম্পর্কে পর্যালোচনা।
০৩। বিজিডি খাদ্যশস্য বিতরণ সম্পর্কে আলোচনা।
০৪। ২০১২-১৩অর্থ বৎসরের কাবিখা(সাধারণ) টি,আর ও এডিপি প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা।
০৫। ২০১২-১৩অর্থ বৎসরের এলজিএসপি প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে আলোচনা।
০৬। ২০১৩-১৪অর্থ বৎসরের নূতন প্রকল্প গ্রহন সম্পর্কে আলোচনা।
০৭। আইন শৃংখলার ব্যপারে আলাপ আলোচনা।
০৮। বিবিধ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS